Last Updated: Tuesday, June 11, 2013, 11:26
দীর্ঘদিন ধরেই মোদীবিরোধী বলে পরিচিতি। শেষপর্যন্ত সামাল দিতে না পেরে পদত্যাগকেই প্রতিবাদের ভাষা বেছে নিলেন আডবাণী। তাতেই আপাতত কাহিল বিজেপি। বহু উত্থানপতনের মধ্য দিয়ে উঠে আসা প্রবীণ এই রাজনীতিকের বেড়ে ওঠার মধ্যেই লুকিয়ে রয়েছে আপসহীন মনোভাব। বোঝাপড়ায় গিয়েছেন ঠিক ততটা, যতদূর পর্যন্ত নিজের ন্যায়ের আদর্শ অটুট থেকেছে। সেই সীমা লঙ্ঘন করলেই সরে দাঁড়িয়েছেন। নিজেই তৈরি করেছেন নিজের রাজনৈতিক ভবিষ্যত্। পদত্যাগেও রেখে গেলেন সেই অবিচল মনোভাবেরই স্বাক্ষর।